ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

১৩ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা

দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত ১৩ হাজার ছাড়িয়ে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় ৩১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৪৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৭৫ জন ও ঢাকার বাইরে ১৭০ জন রোগী ভর্তি আছেন।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩১৭ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২৫৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৮ জন।


চলতি বছর ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৭ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন।


এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

ads

Our Facebook Page